Posts

ইংরেজি অনুবাদ লিখন 90 । WB PSC CLERKSHIP Main Exam

বাংলা বাক্য (Bengali Sentence) ইংরেজি অনুবাদ (English Translation)
টেবিলের ওপর একটা পিতলের ঘণ্টা থাকতো, সেটাই বাজালে বুঝতুম ডাকছেন। A brass bell used to be on the table; I would understand he was calling whenever it was rung.
একদিন সকালে ঘণ্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছি। One morning, we all rushed together at the sound of the bell.
উনি হাসতে লাগলেন, বললেন, "তোমরা কিন্তু সহজে শুনতে পাও না; আমি তো অনেকক্ষণ বাজাচ্ছি।" He began to laugh and said, "You people don't hear easily; I have been ringing it for a long time."
এই লও, তোমার বাবাকে একখানা পত্র লিখলাম। Take this, I have written a letter to your father.
কাল উনি আমায় কবিতায় চিঠি লিখেছেন। Yesterday, he wrote me a letter in verse (poetry).
এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে। My poetic spirit awakens when challenged in such a way.
উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন, আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেব, তাও কি হয় কখনো? He will write poetry as a philosopher, and I, being a poet, will reply in prose—can that ever happen?
বাংলা শব্দ ইংরেজি শব্দ (Word) উচ্চারণ ব্যাখ্যা/সমার্থক শব্দ
পিতলের ঘণ্টাBrass bellব্রাস বেলপিতল ধাতু দিয়ে তৈরি ঘণ্টা
বুঝতুমUnderstoodআন্ডারস্টুডটের পাওয়া বা উপলব্ধি করা
ছুটে আসাRushedরাশ্মডদ্রুত গতিতে আসা
অনেকক্ষণLong timeলং টাইমদীর্ঘ সময় ধরে
পত্রLetter / Epistleলেটার / এপিসলচিঠি বা সংবাদ বাহক পত্র
কবিতায়In verse / poetryইন ভার্সপদ্যাকারে বা ছন্দে লিখিত
চ্যালেঞ্জChallengeচ্যালেঞ্জআহ্বান বা প্রতিদ্বন্দ্বিতা
কবিত্বPoetic spirit / Poesyপোয়েটিক স্পিরিটকবি হিসেবে তাঁর ভাব বা প্রতিভা
জাগ্রত হওয়াAwakenঅ্যাওয়েকেনজেগে ওঠা বা বিকশিত হওয়া
দার্শনিকPhilosopherফিলজফারতত্ত্বজ্ঞানী বা জীবনদ্রষ্টা
গদ্যেIn proseইন প্রোজসাধারণ কথ্য বা লিখিত ভাষার রূপ

Post a Comment