Posts

মাধ্যমিক ২০২০ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র সমাধান

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২০ - বিভাগ 'ক'

মাধ্যমিক পরীক্ষা - ২০২০ (ভৌতবিজ্ঞান)

বিভাগ-‘ক’ (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)

১.১ কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?
(a) \(NO\) (b) \(NO_2\) (c) \(CFC\) (d) \(CO_2\)
সঠিক উত্তর: (d) \(CO_2\)
ব্যাখ্যা: \(CFC, NO\) এবং \(NO_2\) ওজোন স্তরের ক্ষয় করে, কিন্তু \(CO_2\) মূলত গ্রিনহাউস গ্যাস, এটি সরাসরি ওজোন স্তরের ক্ষয় করে না।
১.২ \(11.2\) লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে \(PV\)-এর মান কত?
(a) \(2 RT\) (b) \(RT\) (c) \(0.5 RT\) (d) \(11.2 RT\)
সঠিক উত্তর: (c) \(0.5 RT\)
ব্যাখ্যা: STP-তে \(22.4 \ L\) গ্যাসের মোল সংখ্যা \(n=1\)।
\(\therefore 11.2 \ L\) গ্যাসের মোল সংখ্যা \(n = \frac{11.2}{22.4} = 0.5\)।
আদর্শ গ্যাসের সমীকরণ \(PV = nRT\) থেকে পাই, \(PV = 0.5 RT\)।
১.৩ পাশের রাসায়নিক সমীকরণ অনুযায়ী \(CH_4 + 2O_2 \rightarrow CO_2 + 2H_2O\)। \(10\) মোল \(CH_4\) পোড়াতে STP-তে কত আয়তন \(O_2\) লাগবে?
(a) \(448 \ L\) (b) \(224 \ L\) (c) \(44.8 \ L\) (d) \(22.4 \ L\)
সঠিক উত্তর: (a) \(448 \ L\)
ব্যাখ্যা: ১ মোল \(CH_4\) পোড়াতে ২ মোল \(O_2\) লাগে।
\(\therefore 10\) মোল \(CH_4\) পোড়াতে \(10 \times 2 = 20\) মোল \(O_2\) লাগবে।
STP-তে \(O_2\)-এর আয়তন = \(20 \times 22.4 = 448 \ L\)।
১.৪ কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক?
(a) রূপো (b) হিরে (c) তামা (d) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (b) হিরে
ব্যাখ্যা: কঠিন পদার্থগুলির মধ্যে হিরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, এমনকি ধাতুদের (যেমন রূপো) থেকেও বেশি।
১.৫ একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে \(r\) ও \(v\) প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক?
(a) \(r = v\) (b) \(r = \frac{1}{v}\) (c) \(r > v\) (d) \(r < v\)
সঠিক উত্তর: (c) \(r > v\)
ব্যাখ্যা: প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের জন্য (\(\mu_v\)) লালের (\(\mu_r\)) চেয়ে বেশি। স্নেলের সূত্র (\(\sin i / \sin r' = \mu\)) অনুযায়ী, প্রতিসরাঙ্ক বাড়লে প্রতিসরণ কোণ কমে। তাই বেগুনি বর্ণের প্রতিসরণ কোণ (\(v\)) লাল বর্ণের প্রতিসরণ কোণ (\(r\))-এর চেয়ে ছোট হবে। অর্থাৎ \(r > v\)।
১.৬ একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল—
(a) \(0^{\circ}\) (b) \(180^{\circ}\) (c) \(90^{\circ}\) (d) \(360^{\circ}\)
সঠিক উত্তর: (b) \(180^{\circ}\)
ব্যাখ্যা: বক্রতা কেন্দ্র থেকে আগত রশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয় (\(i=0\)) এবং একই পথে ফিরে আসে। ফলে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর বিপরীতমুখী হয়, তাই চ্যুতিকোণ \(180^{\circ}\) হয়।
১.৭ তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের—
(a) একটি বিন্দু, একটি গোলকাকৃতি (b) দুটিই গোলকাকৃতি (c) একটি বিন্দু, অন্যটি বিস্তৃত (d) দুটিই বিন্দু
সঠিক উত্তর: (d) দুটিই বিন্দু
ব্যাখ্যা: কুলম্বের সূত্রটি শুধুমাত্র স্থির বিন্দু আধানের (Point charges) ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য।
১.৮ ফিউজ তারের বৈশিষ্ট্য হল—
(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন (c) রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
সঠিক উত্তর: (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
ব্যাখ্যা: ফিউজ তারের রোধাঙ্ক বা রোধ বেশি হতে হয় যাতে তাপ উৎপন্ন হয় এবং গলনাঙ্ক কম হতে হয় যাতে অতিরিক্ত তাপে দ্রুত গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে দেয়।
১.৯ \(\alpha\)-কণায় উপস্থিত—
(a) 1টি প্রোটন, 1টি নিউট্রন (b) 1টি প্রোটন (c) 2টি প্রোটন, 2টি নিউট্রন (d) 1টি ইলেকট্রন
সঠিক উত্তর: (c) 2টি প্রোটন, 2টি নিউট্রন
ব্যাখ্যা: আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস (\(_2He^4\)), যাতে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
১.১০ নীচের কোন্ ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়?
(a) ঘনত্ব (b) গলনাঙ্ক (c) স্ফুটনাঙ্ক (d) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (d) তেজস্ক্রিয়তা
ব্যাখ্যা: তেজস্ক্রিয়তা সম্পূর্ণভাবে নিউক্লিয়াসের ধর্ম, এটি ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে না, তাই এটি পর্যায়বৃত্ত ধর্ম নয়।
১.১১ নীচের কোন্ যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?
(a) হাইড্রোজেন ক্লোরাইড (b) ক্যালসিয়াম অক্সাইড (c) মিথেন (d) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (b) ক্যালসিয়াম অক্সাইড
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড (\(CaO\)) একটি আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলো কেলাসাকারে থাকে এবং এদের কোনো পৃথক অণুর অস্তিত্ব থাকে না। বাকিগুলি সমযোজী যৌগ।
১.১২ \(Cu\) তড়িৎদ্বার ব্যবহার করে \(CuSO_4\) দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন্ বিবৃতিটি ঠিক?
(a) ক্যাথোডের ভর কমে (b) অ্যানোডের ভর বাড়ে (c) দ্রবণে \(CuSO_4\)-এর গাঢ়ত্ব কমে (d) দ্রবণে \(CuSO_4\)-এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (d) দ্রবণে \(CuSO_4\)-এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
ব্যাখ্যা: কপার অ্যানোড ব্যবহার করলে অ্যানোড থেকে কপার ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে আসে (\(Cu \rightarrow Cu^{2+} + 2e\)) এবং দ্রবণ থেকে কপার ক্যাথোডে জমা হয়। ফলে দ্রবণের গাঢ়ত্ব একই থাকে।
১.১৩ সোডিয়াম নাইট্রোপ্রাসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়?
(a) বেগুনি (b) কমলা (c) গাঢ় নীল (d) সবুজ
সঠিক উত্তর: (a) বেগুনি
ব্যাখ্যা: \(H_2S\) গ্যাস শনাক্তকরণে এই বিক্রিয়া ব্যবহার করা হয়, যেখানে দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করে।
১.১৪ লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল—
(a) \(FeO\) (b) \(Fe_2O_3\) (c) \(Fe_3O_4\) (d) \(FeCO_3\)
সঠিক উত্তর: (b) \(Fe_2O_3\)
ব্যাখ্যা: রেড হিমাটাইট হলো ফেরিক অক্সাইড, যার সংকেত \(Fe_2O_3\)।
১.১৫ নীচের কোন্ যৌগটির সঙ্গে জলীয় \(NaHCO_3\)-এর বিক্রিয়ায় \(CO_2\) উৎপন্ন হয়?
(a) \(CH_3CH_2OH\) (b) \(CH_3CHO\) (c) \(CH_3COCH_3\) (d) \(CH_3COOH\)
সঠিক উত্তর: (d) \(CH_3COOH\)
ব্যাখ্যা: কার্বক্সিলিক অ্যাসিড (যেমন অ্যাসিটিক অ্যাসিড) সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অ্যালকোহল বা অ্যালডিহাইড এই বিক্রিয়া দেয় না।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২০ - বিভাগ 'খ'

বিভাগ-‘খ’ (২০২০)

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২.১ কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
উত্তর: মিথেন (\(CH_4\)) বা কোল বেড মিথেন (CBM)।
অথবা, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (\(CO_2\))।
২.২ একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়?
উত্তর: সৌরশক্তি (Solar Energy) বা বায়ুশক্তি।
২.৩ বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান।
উত্তর: মিথ্যা।
(ম্যাক্সওয়েলের বণ্টন সূত্রানুযায়ী গ্যাস অণুগুলির বেগ বিভিন্ন হয়)।
২.৪ চার্লস সূত্র অনুসারে \(V\) বনাম \(T\) লেখচিত্রের প্রকৃতি কী?
উত্তর: মূলবিন্দুগামী সরলরেখা (যখন \(T\) পরম স্কেলে থাকে)।
২.৫ বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।
উত্তর: মিথ্যা।
(ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন)।
অথবা, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী?
উত্তর: কেলভিন ইনভার্স (\(K^{-1}\)) বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স (\(^{\circ}C^{-1}\))।
২.৬ গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়?
উত্তর: গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে দর্পণটির মেরু (Pole) বলা হয়।
২.৭ \(X\)-রশ্মির একটি ব্যবহার লেখো।
উত্তর: চিকিৎসাবিজ্ঞানে হাড়ের ছবি (Radiography) তুলতে ব্যবহৃত হয়।
২.৮ এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: বৈদ্যুতিক মোটর (Electric Motor)।
২.৯ গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী?
উত্তর: নিউট্রাল তার (Neutral wire) এবং আর্থ তার (Earth wire)।
২.১০ পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
উত্তর: নিউক্লীয় বিভাজন (Nuclear Fission)।
অথবা, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
উত্তর: ইউরেনিয়াম (\(U\)) বা রেডিয়াম (\(Ra\))।
২.১১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও:
বামস্তম্ভ ডানস্তম্ভ (সঠিক উত্তর)
২.১১.১ একটি ইউরেনিয়ামোত্তর মৌল (ii) নেপচুনিয়াম (\(Np\))
২.১১.২ একটি অভিজাত মৌল (i) ক্রিপ্টন (\(Kr\))
২.১১.৩ ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় (iv) জিংক (\(Zn\))
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি (iii) কপার (\(Cu\))
২.১২ ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না?
উত্তর: ক্লোরোফর্ম (\(CHCl_3\))।
২.১৩ তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো।
উত্তর: অ্যালুমিনিয়াম (\(Al\)) বা সোডিয়াম (\(Na\))।
অথবা, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?
উত্তর: বিশুদ্ধ সিলভার বা রূপোর পাত।
২.১৪ তড়িৎবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?
উত্তর: তড়িৎশক্তি (Electrical Energy)।
২.১৫ উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
উত্তর: লাল লিটমাস কাগজ অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ডোবালে তা নীল বর্ণ ধারণ করে, যা প্রমাণ করে দ্রবণটি ক্ষারীয়।
অথবা, শূন্যস্থান পূরণ করো: \(NaOH + H_2S \rightarrow\) ______ \(+ H_2O\)।
উত্তর: \(NaHS\) (সোডিয়াম হাইড্রোসালফাইড)।
২.১৬ ইউরিয়ার একটি ব্যবহার লেখো।
উত্তর: জমিতে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়।
২.১৭ প্রোপানোন (Propanone)-এর গঠন সংকেত লেখো।
উত্তর: \(CH_3-CO-CH_3\) (অ্যাসিটোন)।
অথবা, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কী?
উত্তর: ইউরিয়া (\(NH_2CONH_2\))।
২.১৮ একটি বায়োডিগ্রেডবল প্রাকৃতিক পলিমারে উদাহরণ দাও।
উত্তর: প্রোটিন, সেলুলোজ বা স্টার্চ।
ভৌতবিজ্ঞান সমাধান - বিভাগ 'গ' (২০২০)

বিভাগ-‘গ’ (২০২০)

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (২ নম্বরের প্রশ্ন)

৩.১ বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ-সহ লেখো।

উত্তর: ট্রোপোস্ফিয়ার (Troposphere) স্তরে বায়ুমণ্ডলের চাপ সবথেকে বেশি।
কারণ: এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই স্তরে বায়বীয় কণাগুলির ঘনত্ব সর্বাধিক থাকে এবং এর ওপর অবস্থিত বায়ুমণ্ডলের সমস্ত স্তরের ওজন এই স্তরের ওপর প্রযুক্ত হয়।

৩.২ \(27^{\circ}C\) উষ্ণতায় ও \(700 \ mmHg\) চাপে \(32 \ g \ O_2\) ও \(44 \ g \ CO_2\) গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (\(C=12, O=16\))

সমাধান:
\(O_2\)-এর আণবিক ভর = \(32 \ g/mol\)। তাই \(32 \ g \ O_2 = 1\) মোল।
\(CO_2\)-এর আণবিক ভর = \(12 + (16 \times 2) = 44 \ g/mol\)। তাই \(44 \ g \ CO_2 = 1\) মোল।
অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, একই উষ্ণতা ও চাপে সমসংখ্যক মোল গ্যাসের আয়তন সমান হয়।
যেহেতু উভয়ের মোল সংখ্যা সমান (\(1\) মোল), তাই তাদের আয়তনের অনুপাত হবে \(1:1\)

অথবা, নির্দিষ্ট ভরের একটি গ্যাস \(-13^{\circ}C\) উষ্ণতায় \(520 \ cm^3\) আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে \(700 \ cm^3\) হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?

সমাধান:
প্রাথমিক আয়তন \(V_1 = 520 \ cm^3\), উষ্ণতা \(T_1 = -13 + 273 = 260 \ K\)।
অন্তিম আয়তন \(V_2 = 700 \ cm^3\), অন্তিম উষ্ণতা \(T_2 = ?\)
চার্লসের সূত্রানুযায়ী (চাপ স্থির): \(\frac{V_1}{T_1} = \frac{V_2}{T_2}\)
\(\Rightarrow \frac{520}{260} = \frac{700}{T_2}\)
\(\Rightarrow 2 = \frac{700}{T_2}\)
\(\Rightarrow T_2 = 350 \ K\)।
সেলসিয়াস স্কেলে উষ্ণতা = \(350 - 273 = 77^{\circ}C\)।
উত্তর: \(77^{\circ}C\)।

৩.৩ একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: ১) প্রতিবিম্বটি সদ (Real) হয়।
২) প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে উল্টো (Inverted) এবং আকারে ছোট (Diminished) হয়।

অথবা, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: প্রতিবিম্বটি দর্পণের ফোকাস তলে (Focal plane) গঠিত হবে।
বৈশিষ্ট্য: প্রতিবিম্বটি অত্যন্ত ক্ষুদ্র (Point size) বা খর্বাকৃতি এবং সদ ও উল্টো হবে।

৩.৪ তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো।

উত্তর: সাদৃশ্য: উভয়েরই SI একক হলো ভোল্ট (\(Volt\)) এবং উভয়ই ভোল্টমিটারের সাহায্যে পরিমাপ করা যায়।
বৈসাদৃশ্য: তড়িৎচালক বল হলো বর্তনীতে তড়িৎপ্রবাহের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎপ্রবাহের ফল। (তড়িৎচালক বল মুক্ত বর্তনীতে থাকে, বিভব প্রভেদ বদ্ধ বর্তনীতে থাকে)।

৩.৫ একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে, এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।

উত্তর: লিথিয়াম হাইড্রাইড (\(LiH\))
ব্যাখ্যা: এখানে \(Li^+\) আয়ন (ইলেকট্রন বিন্যাস ২) এবং \(H^-\) আয়ন (ইলেকট্রন বিন্যাস ২) উভয়ই হিলিয়ামের মতো দ্বৈত (Duplet) গঠন লাভ করে, অষ্টক পূর্ণ করে না।

অথবা, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো।

উত্তর: সোডিয়াম ক্লোরাইড (\(NaCl\)) একটি আয়নীয় যৌগ। এর কেলাসে বিপরীত আধানযুক্ত আয়নগুলি (\(Na^+\) ও \(Cl^-\)) শক্তিশালী স্থির-তড়িৎ আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, যা ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়। অন্যদিকে, গ্লুকোজ একটি সমযোজী যৌগ যার অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান-ডার-ওয়্যালস আকর্ষণ বল কাজ করে, যা সহজেই ভেঙে যায়। তাই \(NaCl\)-এর গলনাঙ্ক অনেক বেশি।

৩.৬ দেখাও যে, \(F\) আয়নীয় বন্ধন গঠন করে \(Na\)-এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে \(H\)-এর সঙ্গে। (\(H, F\) ও \(Na\)-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে \(1, 9\) ও \(11\))।

উত্তর: ১) \(Na\) ও \(F\): \(Na(2,8,1)\) একটি ইলেকট্রন বর্জন করে \(Na^+\) হয় এবং \(F(2,7)\) সেই ইলেকট্রন গ্রহণ করে \(F^-\) হয়। স্থির তড়িৎ আকর্ষণে এরা \(NaF\) (আয়নীয়) গঠন করে।
২) \(H\) ও \(F\): \(H(1)\) এবং \(F(2,7)\) উভয়েই একটি করে ইলেকট্রন শেয়ার করে \(H\)-এর দ্বৈত এবং \(F\)-এর অষ্টক পূর্ণ করে \(H-F\) সমযোজী বন্ধন গঠন করে।

৩.৭ \(1100^{\circ}C\) উষ্ণতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ-সহ লেখো।

উত্তর: ধূসর বর্ণের ক্যালশিয়াম সায়ানামাইড (\(CaCN_2\)) এবং কার্বন চূর্ণের মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণকে নাইট্রোলিম বলে।
সমীকরণ: \(CaC_2 + N_2 \xrightarrow{1100^{\circ}C} CaCN_2 + C\)।

৩.৮ থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো।

সমীকরণ: \(Fe_2O_3 + 2Al \rightarrow 2Fe + Al_2O_3 + \text{তাপ}\)।
প্রয়োগ: এই পদ্ধতিতে উৎপন্ন গলিত লোহা দিয়ে রেললাইনের ভাঙা জোড়া লাগানো (Thermit Welding) বা বড় মেশিনের ফাটল মেরামত করা হয়।

অথবা, \(CuSO_4\)-এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে \(Cu\) ও \(Fe\)-এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়?

সমীকরণ: \(Fe + CuSO_4 \rightarrow FeSO_4 + Cu\)।
অবস্থান: এই বিক্রিয়ায় আয়রন (\(Fe\)) কপার সালফুট থেকে কপারকে (\(Cu\)) প্রতিস্থাপিত করছে। এর থেকে বোঝা যায় যে, ধাতু সক্রিয়তা শ্রেণিতে আয়রনের অবস্থান কপারের ওপরে, অর্থাৎ আয়রন কপারের চেয়ে বেশি সক্রিয়।

৩.৯ নীচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণির সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও: \(CH_3COOH, CH_3CH_2OH, CH_3OCH_3, CH_3OH, C_2H_4, C_2H_6, CH_3CH_2CH_2OH, C_3H_4\)

উত্তর: এখানে অ্যালকোহল সমগণীয় শ্রেণির তিনটি সদস্য উপস্থিত আছে।
সদস্যগুলি হলো: \(CH_3OH\) (মিথানল), \(CH_3CH_2OH\) (ইথানল), এবং \(CH_3CH_2CH_2OH\) (প্রোপানল)।
আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজালে: \(CH_3OH < CH_3CH_2OH < CH_3CH_2CH_2OH\)।

অথবা, কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ-সহ লেখো।

উত্তর: যেসব পরমাণু বা পরমাণু-পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম প্রধানত নিয়ন্ত্রণ করে, তাদের কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলে।
উদাহরণ: হাইড্রক্সিল গ্রুপ (\(-OH\)) হলো অ্যালকোহল শ্রেণির যৌগের কার্যকরী গ্রুপ।
ভৌতবিজ্ঞান সমাধান - বিভাগ 'ঘ' (২০২০)

বিভাগ-‘ঘ’ (২০২০)

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী (৩ নম্বরের প্রশ্ন)

৪.১ অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন \((V/n)\) প্রায় সমান এবং STP-তে এর সীমান্ত মান \(22.4 \ L \ mol^{-1}\)। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়?

অ্যাভোগাড্রো সূত্র: স্থির উষ্ণতা ও চাপে সম-আয়তন সকল গ্যাসে (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু বর্তমান থাকে।

সূত্রে উপনীত হওয়া:
পরীক্ষালব্ধ তথ্য থেকে দেখা যায়, নির্দিষ্ট উষ্ণতা \((T)\) ও চাপে \((P)\) যেকোনো গ্যাসের মোলার আয়তন \((V_m)\) একটি ধ্রুবক।
ধরি, কোনো গ্যাসের \(n\) মোলের আয়তন \(V\)।
\(\therefore\) মোলার আয়তন \(V_m = \frac{V}{n} = k\) (ধ্রুবক)।
বা, \(V \propto n\) (যখন \(T\) ও \(P\) স্থির)।
যেহেতু মোল সংখ্যা \((n)\) অণুর সংখ্যার \((N)\) সমানুপাতিক (\(n = N/N_A\)), তাই বলা যায় \(V \propto N\)।
অর্থাৎ, স্থির উষ্ণতা ও চাপে গ্যাসের আয়তন অণুর সংখ্যার সমানুপাতিক। এর থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে, গ্যাসের আয়তন সমান হলে তাতে অণুর সংখ্যাও সমান হবে, যা অ্যাভোগাড্রো সূত্র।

৪.২ \(A\) ও \(B\) পরস্পর বিক্রিয়া করে নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী \(C\) উৎপন্ন করে। \(2A + B \rightarrow 2C\)। \(A, B\) ও \(C\) যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। \(A\) ও \(B\)-এর বাষ্পঘনত্ব যথাক্রমে \(32\) ও \(16\)। \(C\)-এর বাষ্পঘনত্ব নির্ণয় করো।

সমাধান:
\(A\)-এর বাষ্পঘনত্ব \(D_A = 32 \Rightarrow\) আণবিক ভর \(M_A = 2 \times 32 = 64\)।
\(B\)-এর বাষ্পঘনত্ব \(D_B = 16 \Rightarrow\) আণবিক ভর \(M_B = 2 \times 16 = 32\)।
বিক্রিয়া অনুযায়ী ভরের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই:
\(2 \times M_A + 1 \times M_B = 2 \times M_C\)
\(2(64) + 32 = 2 M_C\)
\(128 + 32 = 2 M_C\)
\(160 = 2 M_C \Rightarrow M_C = 80\)।
\(\therefore C\)-এর বাষ্পঘনত্ব \(D_C = \frac{M_C}{2} = \frac{80}{2} = 40\)।
উত্তর: \(C\)-এর বাষ্পঘনত্ব \(40\)।

অথবা, নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী \(2ZnS + 3O_2 \rightarrow 2ZnO + 2SO_2\)। \(100\) মোল \(ZnS\) থেকে – (i) কত গ্রাম \(ZnO\) এবং (ii) কত মোল \(SO_2\) উৎপন্ন হবে? \((Zn = 65.5, S = 32, O = 16)\)

সমাধান:
সমীকরণ অনুযায়ী, \(2\) মোল \(ZnS\) থেকে \(2\) মোল \(ZnO\) এবং \(2\) মোল \(SO_2\) উৎপন্ন হয়।
\(\therefore 1\) মোল \(ZnS\) থেকে \(1\) মোল \(ZnO\) এবং \(1\) মোল \(SO_2\) পাওয়া যায়।

(i) \(100\) মোল \(ZnS\) থেকে \(100\) মোল \(ZnO\) পাওয়া যাবে।
\(ZnO\)-এর আণবিক ভর = \(65.5 + 16 = 81.5 \ g/mol\)।
\(\therefore\) উৎপন্ন \(ZnO\)-এর ভর = \(100 \times 81.5 = 8150 \ g\)।

(ii) \(100\) মোল \(ZnS\) থেকে \(100\) মোল \(SO_2\) উৎপন্ন হবে।
উত্তর: (i) \(8150\) গ্রাম \(ZnO\), (ii) \(100\) মোল \(SO_2\)।

৪.৩ তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল \(T_1 \ K\) উষ্ণতায় \(A_1 \ sq \ m\) ও \(T_2 \ K\) উষ্ণতায় \(A_2 \ sq \ m\)। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক-সহ লেখো।

উদাহরণ: থার্মোমিটারে পারদ কুণ্ডের উষ্ণতা বাড়লে কাচনলের মধ্যে পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, এটি তরলের (পারদ) আয়তন প্রসারণের উদাহরণ।
গাণিতিক রূপ:
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক \(\beta = \frac{A_2 - A_1}{A_1 (T_2 - T_1)}\)।
একক: \(K^{-1}\) (কেলভিন ইনভার্স)।

অথবা, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন্ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো।

উত্তর: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে:
১) পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য \((\theta_2 - \theta_1)\) – সমানুপাতিক।
২) পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল \((A)\) – সমানুপাতিক।
৩) পাতের বেধ বা ও দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব \((d)\) – ব্যস্তানুপাতিক।
(এছাড়াও সময়ের ওপর সমানুপাতিক)। সূত্র: \(Q \propto \frac{A(\theta_2 - \theta_1)t}{d}\)।

৪.৪ আলোকের বিচ্ছুরণ কী? একটি কাচফলকের ওপর \(45^{\circ}\) কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি?

বিচ্ছুরণ: সাদা বা যৌগিক আলো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের (যেমন প্রিজম) মধ্য দিয়ে যাওয়ার সময় বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।
কাচফলকে বিচ্ছুরণ: হ্যাঁ, কাচফলকের ভেতরে প্রথম তলে প্রতিসরণের পর আলোর বিচ্ছুরণ ঘটে এবং বিভিন্ন বর্ণের আলো পৃথক হয়ে যায়। কিন্তু দ্বিতীয় তলটি প্রথম তলের সমান্তরাল হওয়ায় নির্গত রশ্মিগুলি পুনরায় সংযুক্ত হয়ে সাদা আলো হিসেবে বা সমান্তরাল বর্ণালি হিসেবে নির্গত হয়, ফলে চোখে স্পষ্ট বিচ্ছুরণ বা বর্ণালি দেখা যায় না।

৪.৫ একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে \(30^{\circ}\) কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে \(45^{\circ}\) কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত?

সমাধান:
প্রিজমটি সমবাহু, তাই প্রতিসারক কোণ \(A = 60^{\circ}\)।
আপতন কোণ \(i_1 = 30^{\circ}\)।
নির্গমন কোণ \(i_2 = 45^{\circ}\)।
চ্যুতি কোণ \(\delta = i_1 + i_2 - A\)
\(\delta = 30^{\circ} + 45^{\circ} - 60^{\circ} = 75^{\circ} - 60^{\circ} = 15^{\circ}\)।
উত্তর: চ্যুতি কোণ \(15^{\circ}\)।

অথবা, বায়ুমাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য \(6000 \ \AA\) হলে \(1.5\) প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে?

সমাধান:
প্রতিসরাঙ্ক \(\mu = 1.5\)।
বায়ুমাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য \(\lambda_{air} = 6000 \ \AA\)।
১) মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য \(\lambda_{med} = \frac{\lambda_{air}}{\mu} = \frac{6000}{1.5} = 4000 \ \AA\)।
২) মাধ্যমে আলোর বেগ \(v = \frac{c}{\mu}\)। (ধরি বায়ুতে আলোর বেগ \(c = 3 \times 10^8 \ m/s\))
\(v = \frac{3 \times 10^8}{1.5} = 2 \times 10^8 \ m/s\)।
উত্তর: বেগ \(2 \times 10^8 \ m/s\) এবং তরঙ্গদৈর্ঘ্য \(4000 \ \AA\)।

৪.৬ সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী \(A\) ও \(B\)-এর রোধাঙ্ক যথাক্রমে \(1.6 \times 10^{-8} \ \Omega m\) এবং \(3.2 \times 10^{-8} \ \Omega m\)। পরিবাহীদুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হল। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে?

সমাধান:
প্রবাহমাত্রা \(I\) এবং বিভব প্রভেদ \(V\) একই হলে, ওহমের সূত্র \((V=IR)\) অনুযায়ী পরিবাহী দুটির রোধ \(R\) সমান হবে \((R_A = R_B)\)।
রোধের সূত্র: \(R = \rho \frac{L}{A_{area}}\)। (যেহেতু দৈর্ঘ্য \(L\) সমান)
\(\therefore \rho_A \frac{L}{A_A} = \rho_B \frac{L}{A_B}\)
\(\Rightarrow \frac{A_A}{A_B} = \frac{\rho_A}{\rho_B}\)
\(\Rightarrow \frac{A_A}{A_B} = \frac{1.6 \times 10^{-8}}{3.2 \times 10^{-8}} = \frac{1}{2}\)।
উত্তর: প্রস্থচ্ছেদের অনুপাত \(1:2\) হতে হবে।

অথবা, দুটি \(10\) ওহম রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি \(20\) ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ে তুল্যরোধ নির্ণয় করো।

সমাধান:
১) শ্রেণি সমবায়: \(R_s = 10 + 10 = 20 \ \Omega\)।
২) সমান্তরাল সমবায়: এই \(20 \ \Omega\) রোধটি অপর একটি \(20 \ \Omega\) রোধের সাথে সমান্তরালে যুক্ত।
তুল্য রোধ \(R_p = \frac{20 \times 20}{20 + 20} = \frac{400}{40} = 10 \ \Omega\)।
উত্তর: অন্তিম তুল্যরোধ \(10 \ \Omega\)।

৪.৭ তড়িৎক্ষমতা বলতে কী বোঝায়? একটি বাল্বের রেটিং লেখা আছে \(220 \ V - 100 \ W\), এর অর্থ কী?

তড়িৎক্ষমতা: কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎশক্তি ব্যয়ের হারকে বা বৈদ্যুতিক কার্য করার হারকে তড়িৎক্ষমতা বলে।
রেটিং-এর অর্থ: বালবটিকে \(220\) ভোল্ট বিভব প্রভেদের লাইনে যুক্ত করলে এটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে এবং তখন এটি প্রতি সেকেন্ডে \(100\) জুল তড়িৎশক্তি ব্যয় করবে (বা আলোক ও তাপ শক্তিতে রূপান্তরিত করবে)।

৪.৮ তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন্টির ভেদন ক্ষমতা ও কোন্টির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক?

উৎস: তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়।
সর্বাধিক ক্ষমতা:
১) ভেদন ক্ষমতা: গামা (\(\gamma\)) রশ্মির সর্বাধিক।
২) আয়নায়ন ক্ষমতা: আলফা (\(\alpha\)) রশ্মির সর্বাধিক।

৪.৯ হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো।

গ্রুপ 1-এর সাথে বৈসাদৃশ্য: ক্ষার ধাতুগুলি (গ্রুপ ১) সাধারণ উষ্ণতায় কঠিন, কিন্তু হাইড্রোজেন গ্যাসীয়।
গ্রুপ 17-এর সাথে বৈসাদৃশ্য:
১) হ্যালোজেনগুলির ইলেকট্রন আসক্তি খুব বেশি, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি খুব কম।
২) হ্যালোজেনের অক্সাইডগুলি (যেমন \(Cl_2O_7\)) আম্লিক, কিন্তু হাইড্রোজেনের অক্সাইড (\(H_2O\)) প্রশম।

অথবা, নির্দেশমতো সাজাও: (a) \(Na, K, Li, Rb\)-কে পরমাণুর ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী। (b) \(S, O, Te, Se\)-কে তড়িৎঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী। (c) \(Ca, Be, Sr, Mg\)-কে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী।

সমাধান:
(a) ব্যাসার্ধের নিম্নক্রম (বড় থেকে ছোট): \(Rb > K > Na > Li\)।
(b) তড়িৎঋণাত্মকতার ঊর্ধ্বক্রম (ছোট থেকে বড়): \(Te < Se < S < O\)। (গ্রুপে নিচে নামলে তড়িৎঋণাত্মকতা কমে)।
(c) বিজারণ ক্ষমতার নিম্নক্রম (বেশি থেকে কম): \(Sr > Ca > Mg > Be\)। (গ্রুপে নিচে নামলে বিজারণ ক্ষমতা বাড়ে, তাই Sr এর সবচেয়ে বেশি)।

৪.১০ কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।

ভিত্তি: জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় বিয়োজনের মাত্রার ওপর ভিত্তি করে। যারা সম্পূর্ণ বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন দেয় তারা তীব্র এবং যারা আংশিক বিয়োজিত হয় তারা মৃদু।
উদাহরণ: সোডিয়াম ক্লোরাইড (\(NaCl\)) বা সালফিউরিক অ্যাসিড (\(H_2SO_4\)) হলো তীব্র তড়িৎবিশ্লেষ্য।

৪.১১ অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ-সহ লেখো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো।

পদ্ধতি (অসওয়াল্ড পদ্ধতি):
১) শর্ত: প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম-রোডিয়াম তারজালিকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় এবং উষ্ণতা \(700^{\circ}C - 800^{\circ}C\) রাখা হয়। চাপ প্রায় \(5-7\) বায়ুমণ্ডলীয়।
২) বিক্রিয়া: শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে (১:১০ অনুপাতে) উত্তপ্ত অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে।
সমীকরণ: \(4NH_3 + 5O_2 \xrightarrow{Pt, 800^{\circ}C} 4NO + 6H_2O + \text{তাপ}\)।

৪.১২ দুটি ভিন্ন জৈব যৌগ \(A\) ও \(B\) একই আণবিক সংকেত, \(C_2H_6O\) সম্পন্ন। \(A\) ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু \(B\) ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। \(A\) ও \(B\) যৌগদুটির গঠন সংকেত লেখো। \(A\)-এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

শনাক্তকরণ:
\(A\) হলো ইথানল (অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে)। গঠন: \(CH_3-CH_2-OH\)।
\(B\) হলো ডাইমিথাইল ইথার (ইথার সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না)। গঠন: \(CH_3-O-CH_3\)।
সমীকরণ: \(2C_2H_5OH + 2Na \rightarrow 2C_2H_5ONa \text{ (সোডিয়াম ইথক্সাইড)} + H_2 \uparrow\)।

অথবা, ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। সিএনজি (CNG)-এর একটি ব্যবহার উল্লেখ করো।

হাইড্রোজেনেশন:
শর্ত: নিকেল (\(Ni\)) চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে \(200^{\circ}C - 300^{\circ}C\) উষ্ণতায় বিক্রিয়া ঘটে। (অথবা সাধারণ উষ্ণতায় \(Pt/Pd\) অনুঘটক)।
সমীকরণ: \(H_2C=CH_2 + H_2 \xrightarrow{Ni, 250^{\circ}C} H_3C-CH_3\) (ইথেন)।
CNG ব্যবহার: পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বাস, অটো ও অন্যান্য যানবাহনে ব্যবহৃত হয়।

Post a Comment