Posts

ইংরেজি অনুবাদ লিখন 87 । WB PSC CLERKSHIP Main Exam

বাংলা বাক্য (Bengali Sentence) ইংরেজি অনুবাদ (English Translation)
ডাকাতরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগল। The robbers began to advance with a loud guffaw.
তখন শম্ভু পালকির সেই ভাঙ্গা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে। Then Shambhu picked up that broken pole of the palanquin and hurled it toward them.
তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল। With just one blow of it, three of them fell down together.
তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো বাকি দুজনে দিল দৌড়। After that, as Shambhu twirled his stick and jumped among them, the remaining two took to their heels.
তখন বিশ্বম্ভর বাবু বললেন, "শম্ভু, এইবার বাক্সটা বের কর। ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই। ব্যান্ডেজ বাঁধতে হবে।" Then Bishwambhar Babu said, "Shambhu, now bring out the box. Those three people need medical attention. Bandages must be applied."
রাত্রি তখন অল্পই বাকি, বিশ্বম্ভর বাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন। Very little of the night was left; Bishwambhar Babu and Shambhu together nursed the three of them.
সকাল হয়েছে। ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে। It is morning. Sunbeams are bursting through the scattered clouds.
বাংলা শব্দ ইংরেজি শব্দ (Word) উচ্চারণ ব্যাখ্যা/সমার্থক শব্দ
অট্টহাস্যGuffaw / Loud laughগাফফাউবড় করে হাসা
পালকিPalanquinপ্যালানউইনমানুষ বহন করার প্রাচীন যান
ডান্ডাPole / Stickপোল / স্টিকলম্বা লাঠি বা হাতল
ছুঁড়ে মারাHurl / Throwহার্লজোরে নিক্ষেপ করা
এক ঘায়েWith one blow / strikeউইথ ওয়ান ব্লোএক আঘাতেই
ঝাঁপিয়ে পড়াPounced / Jumpedপাউনস্‌ডবেগে ঝাঁপ দেওয়া
দিল দৌড়Fled / Took to heelsফ্লেডছুটে পালিয়ে যাওয়া
ডাক্তারি করাMedical treatmentমেডিকেল ট্রিটমেন্টচিকিৎসা করা
ব্যান্ডেজBandageব্যান্ডেজক্ষতস্থানে বাঁধার পট্টি
শুশ্রূষাNursing / Caringনার্সিংসেবা যত্ন করা
ছিন্ন মেঘScattered cloudsস্ক্যাটার্ড ক্লাউড্‌সবিচ্ছিন্ন বা টুকরো মেঘ
সূর্যের রশ্মিSunbeams / Sun raysসানবীমসসূর্যের আলো
ফেটে পড়ছেBursting throughবার্স্টিং থ্রুভেতর থেকে বেরিয়ে আসা

Post a Comment