Please wait 0 seconds...
Step 3: last step
Click here
for going to destination
Congrats! Link is Generated

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন

1. হাতে লেখা পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথ কীভাবে সম্মানিত হয়েছেন? উত্তর: হাতে লেখা পান্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়েই রবীন্দ্রনাথের চিত্রচর্চা শুরু, যা পরবর্তীকালে তাঁকে বিশ্বময় সম্মানিত করেছে। 2. "লেখে তিনজন।"-এই 'তিনজন' বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর: 'হারিয়ে যাওয়া কালি কলম' রচনাংশে ব্যবহৃত প্রশ্নোদ্ভূত অংশে 'তিনজন' বলতে বোঝানো হয়েছে কালি, কলম ও মনকে। 3. "না দেখলে বিশ্বাস করা শক্ত।"- কোন্ প্রসঙ্গে লেখক এরূপ মন্তব্য করেছেন? উত্তর: সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে বিস্মিত লেখক এমন মন্তব্য করেছেন। 4. "একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়।"- কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? উত্তর: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অসাবধনতাবশত বুকে কলম ফুটে মারা যান-এই ঘটনা প্রসঙ্গেই প্রশ্নোদ্ভূত মন্তব্য করেছেন লেখক। 5. সত্যজিৎ রায়ের "অনেক সুস্থ সুন্দর নেশার"-কী ছিল? উত্তর: সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল তাঁর লিপিশিল্প। 6. "কালি, কলম, মন লেখে তিনজন।"-এ কথা বলার অন্তর্নিহিত কারণ কী? উত্তর: লেখকের মনের ভাবনা কলমের কালি বেয়ে নেমে এসে কাগজের পৃষ্ঠায় ভাষারূপ পায়, তাই এ ধরনের কথা বলা হয়েছে। 7. "সবাই এখানে লেখক।" 'সবাই এখানে লেখক' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: সংবাদপত্র বা পত্র-পত্রিকার অফিসে সকলকেই কোনো না কোনো ধরনের লেখার সঙ্গে যুক্ত থাকতে হয়। তাই লেখকের অফিসে সবাই লেখক-একথাই বোঝানো হয়েছে উক্ত উদ্ধৃতাংশে। ৪. "দায়সারা ভাবে কোনও মতে সেদিনকার মতো কাজ সারতে হয়।" "সেদিনকার' বলতে বস্তা কোন্ দিনের কথা বলেছেন? উত্তর: 'সেদিনকার' বলতে বক্তা বুঝিয়েছেন অফিসে বস্তুাই একমাত্র কলম ব্যবহার করতেন। তাই কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে গেলে কারও ভোঁতা মুখের কলমে অগত্যা কাজ চালাতে হত। 9. "আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে।"- কোন্ বিষয়ে লেখক শ্রীপান্থ এমন মন্তব্য করেছেন? উত্তর: ফাউন্টেন পেন, ডট্ পেনসহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে লেখক শ্রীপান্থ এরকম মন্তব্য করেছেন। 10. "তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তা-ই হোক।"-কোন প্রসঙ্গে লেখক এরূপ মন্তব্য করেছেন? উত্তর: বাঁশের কলম, নিব পেন ছেড়ে লেখক বল পেনের কাছে আত্মসমর্পণ করে আধুনিক অগ্রগতির কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই প্রসঙ্গেই প্রশ্নোদ্ভূত উক্তিটি করেছেন। 11. "নিবের কলমের মান মর্যাদা" শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কোন্ বিখ্যাত ব্যক্তি? উত্তর: লেখক শ্রীপান্থের মতে, সম্ভবত একমাত্র সত্যজিৎ রায়ই শেষপর্যন্ত নিবের কলমে লেখালেখি করে সেই কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। 12. "......বলে আমি মুনশি।"- 'মুনশি' কাদের বলা হয়েছে? উত্তর: আরবি 'মুনশি' শব্দের আভিধানিক অর্থ বিদ্বান, পণ্ডিত, উর্দু শিক্ষক বা কেরানি। লেখালেখি যাদের পেশা তাদের মুনশি বলা হয়েছে। 13. "কালযুগ বুঝিবা আজ আমরাও তা-ই"-'আমরাও তা-ই' বলতে লেখক কী বলতে চেয়েছেন? উত্তর: বাংলার এক প্রচলিত প্রবাদ অনুযায়ী লেখক বলতে চেয়েছেন, কালি ও কলম ছাড়াই এখন সবাই মুনশি। 14. "গোরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ"। সে কারণে লেখকরা শৈশবে কী করতেন? উত্তর: শৈশবে লেখকরা মাস্টারমশাইয়ের ফেরত দেওয়া কলাপাতার অংশটি পুকুরে ফেলে দিতেন। কারণ গোরু সেটা খেলে অমঙ্গল হবে বলে মনে করা হত। 15. "আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি।"-সহজ পদ্ধতিটি কী ছিল? উত্তর: কাঠের উনুনে ব্যবহার করা লোহার কড়াই-এর নীচে জমে থাকা কালি লাউপাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের পাত্রে তুলে জলে গুলে নেওয়া হত। এটাই ছিল কালি তৈরির সহজ পদ্ধতি। 16. লেখক ফিনিসীয় হলে কী করতেন? উত্তর: লেখক ফিনিসীয় হলে তিনি বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে এনে কলম হিসেবে ব্যবহার করতেন। 17. স্টাইলাস কী? উত্তর: ব্রোঞ্জের সরু শলাকার পোশাকি নাম স্টাইলাস। প্রাচীনকালে কলম হিসেবে ব্যবহৃত হত ব্রোঞ্চের এই সরু শলাকা। 18. এমন দুটি চিত্রের নাম করো যাতে পালকের কলম দেখা যায়? উত্তর: যে দুটি চিত্রে পালকের কলম দেখা যায় সেই চিত্র দুটি হল-উইলিয়াম জোন্স ও 'সু-মুনশি' কেরিসাহেব। 19. প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? উত্তর: প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 20. "এমন কী আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম।" কোন্ অধীশ্বরের নাম তুমি পেয়েছ? 21. 'কেরি সাহেবের মুনশি' কাকে বলে? উত্তর: পাঠ্যে যে রোমান অধীশ্বরের নাম আমি পেয়েছি, তাঁর নাম হল জুলিয়াস সিজার। উত্তর: উইলিয়াম কেরির বাংলা বিষয়ের শিক্ষক রামরাম বসুকে 'কেরি সাহেবের মুনশি' বলা হয়। 22. "আমি সেদিন সেই জাদু-পাইলট নিয়েই ঘরে ফিরে ছিলাম"।-লেখক তাঁর কলমটিকে 'জাদু পাইলট' বলেছেন কেন? উত্তর: প্রাবন্ধিক শ্রীপান্থ প্রথম যে পাইলট পেন কিনেছিলেন, বিক্রেতা সেটি একটা কাঠের বোর্ডে নিরীক্ষণ করে দেখিয়েছিলেন তার নিব কত মজবুত। সার্কাসে যেভাবে ছুরি ছুঁড়ে খেলা দেখানো হয়, সেইভাবে ছোঁড়া সত্ত্বেও ওই পাইলট কলমের নিব অক্ষত ছিল, সে কারণে কলমটিকে 'জাদু পাইলট' বলেছেন।

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.