Please wait 0 seconds...
Step 3: last step
Click here
for going to destination
Congrats! Link is Generated

1-200 One liner GK আসন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য

✅ যে বিক্রিয়ার ফলে পেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোজনে পরিণত হয়- কোরি চক্র।
✅'দামিন-ই-কোহ' কথার অর্থ হল- 'পাহাড়ের প্রান্তদেশ'।
✅ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহারিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন- মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
✅ পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়- কেন্দ্রে।
✅ পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়- মেরু অঞ্চল।
✅ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি যে শক্তিতে রূপান্তরিত হয়- রাসায়নিক শক্তি।
✅ কোন্ ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয়- অনিয়তাকার পদার্থ (মোম, কাচ, চর্বি ইত্যাদি)।
✅ প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয়- দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান।
✅ তাপ প্রয়োগে গলে না এমন দু'টি পদার্থ হল- ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড।
✅ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়- আহমেদাবাদকে।
✅ 0°C তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0°C তাপমাত্রায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়- ৪০ ক্যালোরি।
✅ বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন- আমুন্ডসেন।
✅ মানবদেহে মোট পেশির সংখ্যা- ৬৩৯টি।
✅ বহু নিউক্লিয়াসযুক্ত পেশি হল- সরেখ/চিহ্নিত পেশি।
✅ চিহ্নিত পেশি ফাইব্রিল দুটি পরপর Z-রেখার মাঝে যে সংকোচী উপাদানটি থাকে তাকে বলে- সারকোমিয়ার।
✅ যে দুটির মধ্যকার ব্যবধানকে সারকোমিয়ার বলে, তা হল- দুটি Z-রেখা।
✅ সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত- কারাকোরাম।
✅ রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলা হয়- ধ্রিয়ান ।
✅ অর্ধচন্দ্রকার বালিয়াড়িকে বলা হয়- বার্খান।
✅ ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মাঝে দূরত্ব থাকে- 1.676 মিটার।
✅ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল- অন্ধ্রপ্রদেশ।
✅ ভেম্বানাদ কয়াল হল- একটি উপহ্রদ।
✅ সারকোমিয়ারস্থিত অ্যাকটিন ফিলামেন্ট উপাদান হল- অ্যাকটিন, ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন।
✅ পেশিতে অবস্থিত সংকোচী প্রোটিন হল- অ্যাকটিন।
✅ সরেখ কিন্তু অনৈচ্ছিক পেশি হল- হৃদপেশি।
✅ মায়োগ্লোবিন থাকে যে পেশিতে তা হল- লোহিত পেশিতন্ত্র।
✅ লোহিত পেশিতন্ত্রর মধ্যে যে অঙ্গানুগুলি অধিক থাকে তা হল- মাইটোকন্ড্রিয়া।
✅ আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হল- কেপ কেনেডি।
✅ একক বিহীন দুটি ভৌতরাশি হল - আপেক্ষিক গুরুত্ব ও আণবিক গুরুত্ব ।
✅ তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক হল- ভরবেগ ।
✅ বিশ্বের প্রথম উত্তরমেরু জয়ী হলেন - রবার্ট পেরি ।
✅ মৃদু আলোতে দেখতে যে অংশ কাজ করে তা হলো - রড কোশ ।
✅ দিনের আলোতে চোখের যে অংশ কাজ করে তা হল - কোন কোষ ।
✅ যে হরমোনের কারণে দাড়ি গোঁফ গজায় তা হল - টেস্টোস্টেরন হরমোন ।
✅ চারটি পাকস্থলী যুক্ত জীব হলো - গরু ।
✅ সব থেকে ছোট পাখি হল - হামিং বার্ড ।
✅ মাকড়সার চোখের সংখ্যা - আটটি ।
✅ মৌমাছির চোখের সংখ্যা- পাঁচটি ।
✅ আরবি শব্দ মৌসম কথার অর্থ কি- ঋতু ।
✅ হীরা বা সোনার একক মাপতে যে একক ব্যবহৃত হয় - ক্যারট ।
✅ অনু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহার করা হয় - ডালটন বা AMU ( অ্যাটমিক মাস ইউনিট )
✅ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সাধারণত যে একক দ্বারা পরিমাপ করা হয় - অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) ।
1AU= 1.495×10¹⁰ KM
✅ পূর্ণ ব্যর্থ সূত্র যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সিটি হল- পেশি তত্ত্ব।
✅ পেশিতে অবসাদ ঘটে কারণ পেশিতে - ল্যাকটিক অ্যাসিড জমে যায় ।
✅ পিসির সংকোচনে প্রয়োজন ATP-ase , এটি যার মধ্যে থাকে সেটি হল - মায়োসিন
✅ পেশির সক্রিয়তায় - দেহের তাপ বাড়বে
✅ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন - তিতুমীর
✅ চুয়াড় বিদ্রোহের একজন নেতা হলেন - জগন্নাথ সিনহা
✅ পাগলাপন্থীদের নেতা ছিলেন -ফকির করম শাহ
✅ এক আলোকবর্ষ সমান - 9.467×10¹²
✅ আয়ন পেশি এবং স্নায়ুর এক্সাইটোবিলিটি/ উত্তেজনাকে হ্রাস করে- K+
✅ ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত হল- ম্যাকমোহন লাইন।
✅ তুরস্ক, ইতালির মুদ্রার নাম হল- লিরা।
✅ তরলের উপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ নিষ্কাশন করলে যে পরিবর্তন লক্ষ করা যায়- চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে।
✅ কোন্ ঘটনার জন্য কিছু জলকে 0°C উষ্ণতায় রেখে বরফে ঢেকে দিলেও ঐ জল জমে বরফ হয় না- লীনতাপজনিত ঘটনা।
✅ পরমাণুর মৌলিকত্ব কীসের উপর নির্ভর করে- পারমাণবিক সংখ্যা।
✅ পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে বলে- কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন।
✅ পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোন্‌ন্টি- নিউট্রন (1.675 × 10-27 কিলোগ্রাম বা 1.675 × 10-24 গ্রাম)।
✅ যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে বলে- ভারী জল (D₂O)।
✅ CGS ও SI পদ্ধতিতে সরণ-এর একক হল- যথাক্রমে সেন্টিমিটার এবং মিটার।
✅ খারিফ ফসলের অর্থ হল- 'বর্ষাকালীন ফসল'।
✅ বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে সব ফসলের চাষ হয় তা হল- খারিফ ফসল।
✅ খারিফ ফসলের উদাহরণ হল- ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস।
✅ শর্করা খাদ্যের প্রাথমিক উৎস হল- সবুজ উদ্ভিদ।
✅ উদ্ভিদের প্রজনন অঙ্গ হল- ফুল।
✅ কোনো ব্যক্তি একটি বাগানের চারিদিকে ঘুরে 400 মিটার পথ অতিক্রম করে। পুনরায় তার আগের জায়গায় ফিরে এলে ওই ব্যক্তির মোট সরণ কত হবে- শূন্য।
✅ CGS ও SI পদ্ধতিতে দ্রুতির একক হল- যথাক্রমে সেন্টিমিটার/ সেকেন্ড এবং মিটার/সেকেন্ড।
✅ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল- নোকরেক।
✅ গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রথম আঘাত করে- পশ্চিমঘাট পর্বতে।
✅ নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে দু'টি বিষয় সম্পর্কে ধারণা পাই- পদার্থের জাড্য এবং বলের সংজ্ঞা।
✅ ভারতের চিনির পাত্র বলা হয়- উত্তরপ্রদেশ রাজ্যকে।
✅ সবচেয়ে বড় ঘাস, হল- বাঁশ।
✅ ঐ মাছির পায়ের সংখ্যা হল- ৬টি।
✅ সবথেকে দ্রুতগামী স্থলচর প্রাণী হল- চিতাবাঘ।
✅ কেঁচো যার সাহায্যে শ্বাসকার্য চালায় তা হল- ত্বক।
✅ মানব দেহে মোট হাড় থাকে- ২০৬টি।
✅ একটি ভৌত রাশির নাম কর, যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত- ভরবেগ।
✅ জেট প্লেন ও রকেট নিউটনের কোন্ গতিসূত্র মেনে চলে- তৃতীয় গতিসূত্র।
✅ কিলোগ্রাম-ভার ও নিউটনের মধ্যে সম্পর্ক হল- 1 কিলোগ্রাম ভার= 9.81 নিউটন।
✅ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন- লর্ড ওয়েলেসলি।
✅ সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেছিলেন- দ্বিতীয় নাগভট্ট।
✅ শ্বেত হস্তীর দেশ বলা হয়- থাইল্যান্ড
✅ 'মুসলিম ফকির'-এর প্রতিষ্ঠাতা নেতা ছিলেন- মজনুন শাহ।
✅ 'লাখবক্স' ছদ্মনাম হল- কুতুবউদ্দিন আইবক। বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা- ৯ জন।
✅ নিজেকে 'নাইব-ই-খুদাই' বলতেন যে সুলতান গিয়াসউদ্দিন বলবন।
✅ 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন- লর্ড কর্নওয়ালিশ।
✅ রাজা রামমোহন রায়-এর প্রচেষ্টায় লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিলেন- 1829 খ্রিস্টাব্দে।
✅ 1856 খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহ প্রচলন করেছিলেন - বিদ্যাসাগর।
✅ ভারতে প্রথম খাঁটি আরবীয় মুদ্রা প্রচলন করেন- ইলতুৎমিস।
✅ 'ইকতা প্রথা' তুলে দিয়েছিলেন- আলাউদ্দিন খলজি।
✅ বাংলার প্রথম বৌদ্ধ রাজা ছিলেন- গোপাল।
✅ আজমের শহর প্রতিষ্ঠা করেছিলেন- চৌহান রাজা অজয়রাজ চৌহান।
✅ কৃষকদের থেকে প্রথম সেচ কর নেওয়ার প্রথা চালু করেন- ফিরোজ শাহ তুঘলক।
✅ আর্য সমাজের প্রতিষ্ঠাতা- দয়ানন্দ সরস্বতী।
✅ কোন্ বিজ্ঞানী তাপগতিবিদ্যা সূত্রের প্রণেতা- জেমস প্রেসকট জুল।
✅ দাড়ি কামানোর আয়না, দাঁতের ডাক্তারদের ব্যবহৃত দর্পণ কোন্ প্রকৃতির- অবতল লেন্স।
✅ টিন, সিসা ও বিসমাথ-এর সংকর ধাতুর নাম কি- রোজ মেটাল।
✅ প্রোটন ও ইলেকট্রনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন যে বিজ্ঞানী- জে জে টমসন।
✅ মহম্মদ ঘোরি প্রথম পরাজিত হয়েছিল- ১১৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় ভীমের কাছে।
✅ পর্তুগীজরা প্রথম দুর্গ তৈরি করেছিল- কোচিনে।
✅ কোশের কাজ নিয়ন্ত্রণ করে- নিউক্লিয়াস।
✅ যে স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে- প্লাটিপাস।
✅ বৃহত্তম সামুদ্রিক পাখি হল- অ্যালবাট্রোস।
✅ বীজের দুটি বাঁকানো গর্ভমুণ্ড হুক গঠন করে-মার্টিনিয়া (Martynia)।
✅ সূর্যালোকের কোন্ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোকসংশ্লেষ ঘটে থাকে- 400nm-700nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোয়।
✅ যে সালোকসংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন-'A' উৎপাদিত হতে পারে- বিটা ক্যারোটিন (ẞ Carotene)।
✅ সবুজ সালফার ব্যাকটেরিয়া হল Chlorobium sp, Chloropseudomonas spl
✅ উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে- সিগময়েড কার্ড।
✅ একডাইসন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়- পতঙ্গের প্রোথোরাসিক গ্রন্থি।
✅ আলোকের অভাবের উদ্ভিদ অঙ্গের বিকৃতিকে বলে-ইটিওলেশান।
✅ পাতলা ত্বক, প্রকৃত পদ ও উপপদ বিশিষ্ট প্রজাপতি ও মথের লার্ভাকে বলা হয়- ক্যাটারপিলার।
✅ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল- আর্ক ইন্ডিকেটর/ অক্সানোমিটার/স্পেসমার্কার।
✅ পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোন হল- একডাইসোন।
✅ পৃথকীকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টি হওয়ার ঘটনাকে বলে- মরফোজেনেসিস।
✅ মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ হল- ফুসফুস।
✅ মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয়- ধমনিতে।
✅ প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হল- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন।
✅ যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাদপদ গঠিত হয়- ক্রোমেটামরফোসিস।
✅ প্রথম আবিষ্কৃত ফেরোমেন হল- বম্বিকল।
✅ বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন- বল্লাল সেন।
✅ বিহারে ওদন্তপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন- ধর্মপাল।
✅ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' রচিত হয়েছিল- পালযুগে।
✅ যে গ্রন্থিকে বার্ধক্যের জৈবঘড়ি বলা হয়- থাইমাস।
✅ জীব বিজ্ঞানের যে শাখায় বয়ঃপ্রাপ্তি নিয়ে আলোচিত হয় তাকে বলে- জেরোন্টোলজি।
✅ কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে।
✅ কমলা লেবু থেকে যে অ্যাসিড পাওয়া যায়- অ্যাসকরবিক অ্যাসিড।
✅ বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ হল- বৈলাম।
✅ কচু খেলে গলা চুলকায় কারণ- কচুতে ক্যালশিয়াম অক্সালেট থাকে।
✅ দুধের প্রোটিনের নাম- কেজিন।
✅ বাইকাপসিড কপাটিকা থাকে- বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে।
✅ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন- এস রাধাকৃষ্ণণ।
✅ কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস হল- 'Leishmania donovani'
✅ কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাসের বাহক হল-বালিমাছি (Sand fly)।
✅ কয়েকটি বিদেশি কার্প বা বিদেশি পোনা হল- সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপিয়া।
✅ কয়েকটি দেশি কার্প বা দেশি পোনা হল- রুই, কাতলা, মৃগেল, কালবোস, বাটা, পুঁটি।
✅ বিড়াল থেকে যে রোগ ছড়ায় তা হল- ডিপথেরিয়া।
✅ যার অভাবে ডায়াবেটিস রোগ হয়- ইনসুলিন।
✅ ইনসুলিন উৎপন্ন হয়- অগ্ন্যাশয়ে।
✅ আমিষ জাতীয় খাদ্য যে জারক রস পরিপাক করে তা হল- পেপসিন।
✅ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি পেস্ট প্রতিরোধক শস্যদানার গুদাম বলে- পুসা বিন (Pusa bin)।
✅ জলাশয়ের আগাছা দূরীকরণের জন্য যে কার্পটি ব্যবহার করা হয় তা হল- গ্রাস কার্প।
✅ পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রেশম গবেষণা কেন্দ্র হল- সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (বহরমপুর)।
✅ যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানো হয় তাকে বলে- ইনকিউবেটর।
✅ তেঁতুলে যে অ্যাসিড থাকে তার নাম- টারটারিক অ্যাসিড।
✅ তামাকে যে বিষাক্ত পদার্থ থাকে তার নাম হল- নিকোটিন।
✅ ভয় পেলে গায়ের লোম খাড়া হয় যে হরমোনের কারণে তা হল- অ্যাড্রিনালিন হরমোন।
✅ রেশম মথের পরিণত লার্ভার মাথায় যে বুনন যন্ত্র থাকে তাকে বলে- ফিনারেট।
✅ ভিটামিন 'B,'-এর রাসায়নিক নাম হল- থিয়ামিন।
✅ রক্তে RBC কমে গেলে যা হয়-অলিগোসাইথিমিয়া বা অ্যানিমিয়া।
✅ পাকস্থলির অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে- কাইম।
✅ কেরলের মুসলিমদের বলা হয়- মোপলা।
✅ বৃহত্তম ধমনী হল- উদর মহাধমনী।
✅ বৃহত্তম শিরা হল- নিম্ন মহাশিরা।
✅ ভারতের প্রাচীনতম অধিবাসী হল- নেগ্রিটো।
✅ Granary of India বলা হয়- পাঞ্জাবকে।
✅ ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পাচিত তরল ও সরল বস্তুকে বলে- কাইল।

1 comment

  1. Nice
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.