আফ্রিকা কবিতার MCQ ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

▶️ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন


1. 'আফ্রিকা' কবিতায় কাদের 'দস্যু' বলে চিহ্নিত করা হয়েছে?
উত্তর: 'আফ্রিকা' কবিতায় নিষ্ঠুর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের 'দস্যু' বলে চিহ্নিত করা হয়েছে।

2. "চিরচিহ্ন দিয়ে গেল"- 'চিরচিহ্ন' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: আফ্রিকার ওপর নখ-দাঁত সম্পন্ন ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অত্যচারের বর্বরোচিত দাগকেই কবি 'চিরচিহ্ন' বলে বোঝাতে চেয়েছেন।

3. "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে"- 'ইতিহাস' কীভাবে অপমানিত হল?
উত্তর: পরাধীনতার গ্লানিতে, মানুষের সম্মানহীনতায় আফ্রিকার ইতিহাস হল অপমানিত। সেই অপমানের চিহ্ন চিরস্থায়ী করে দিয়ে গেছে বর্বর, লোলুপ, হিংস্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি।

4. "নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত"-কে, কেন বিধ্বস্ত করছিলেন?
উত্তর: নতুন সৃষ্টি তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষে স্বয়ং স্রষ্টা বিধাতা তাঁকে বারবার বিধ্বস্ত, অর্থাৎ ভেঙে-গড়ে দেখছিলেন।

5. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা" আফ্রিকাকে কে কোথায় ছিনিয়ে নিয়ে গেল?
উত্তর: 'আফ্রিকা' কবিতায় কবি কল্পনা করেছেন, সৃষ্টির যুগে স্রষ্টা যখন বারবার নিজের সৃষ্টি ভেঙে-চুরে নিখুঁত করে গড়ার চেষ্টায় রত, তখন উত্তাল সমুদ্র প্রাচ্যদেশ থেকে আফ্রিকা মহাদেশের ভূখণ্ডকে আলাদা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল।

6. "কৃপণ আলোর অন্তঃপুরে"-আলোকে কৃপণ বলা হয়েছে কেন?
উত্তর: সৌর সংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর ওপর পতিত হলেও, অরণ্যসংকুল আফ্রিকায় তার প্রবেশ কম বলেই কবি, 'কৃপণ' আলো বলেছেন।

7. "নগ্ন করলে আপন নির্লজ্জ অমানুষতা- কীভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল?
উত্তর: সাম্রাজ্য বিস্তারের লক্ষে মানুষ মানুষকে শৃঙ্খলিত করেছে সভ্যতার বিকাশের অজুহাতে। তথাকথিত সভ্য মানুষের বর্বর লোভের মধ্যে দিয়েই তাদের নির্লজ্জ অমানুষত্ব প্রকাশ পেল।

৪. "বিদ্রূপ করেছিলে ভীষণকে"-কে, কাকে বিদ্রূপ করেছিল?
উত্তর: কবি স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় স্বয়ং আফ্রিকা প্রকৃতির বুকে জেগে থাকা 'ভীষণ'কে বিদ্রূপ করেছিল।

9. "গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে..." তারা কী করল?
উত্তর: বিপুল বিশ্বের গর্বান্ধ সাম্রাজ্যবাদী শক্তিগুলি লোহার হাতকড়ি দিয়ে আফ্রিকার মানুষদের সুকৌশলে শৃঙ্খলিত করল।

10. "অপরিচিত ছিল তোমার মানবরূপ" কার মানবরূপ অপরিচিত ছিল?
উত্তর: সভ্যতার উগ্রতা আফ্রিকাকে তেমনভাবে স্পর্শ করেনি বলে তার মানবিকতা বোধের চিরস্নিগ্ধ রূপটি অবশিষ্ট পৃথিবীর কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল।

11. "প্রকৃতির দুটি-অতীত জাদু/মন্ত্র জাগাচ্ছিল..." 'প্রকৃতির দৃষ্টি অতীত জাদু' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'প্রকৃতির দৃষ্টি অতীত জাদু' বলতে মানুষের কাছে অচেনা প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ নানা দিগগুলির কথা বলা হয়েছে যার রহস্য আদিম মানুষ তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে ভেদ করতে পারেনি।

12. "গর্বে যারা অন্ধ"-গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল?
উত্তর: পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের থেকে ইউরোপের সভ্যতার আলো পড়েছিল আগে, এতেই তারা গর্বান্ধ হয়ে উঠেছিল আফ্রিকার সূর্যহারা অরণ্যের অন্ধকারের চেয়েও।

13. "হায় ছায়াবৃতা"... আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কী?
উত্তর: 'আফ্রিকার রহস্যময় অন্তঃপুর, দুর্গমতা, জঙ্গলাকীর্ণ ভূখণ্ড, বিভীষিকাময় প্রকৃতি ও সংস্কৃতির আদিম নিজস্বতা তাকে 'ছায়াবৃতা' করে তুলেছে। কোনো এক অজানা রহস্যময় জগতের অচেনা সৌন্দর্যের ছায়া যেন সর্বদা ঘিরে থাকে আফ্রিকাকে।

14. "তোমার ভাষাহীন ক্রন্দনে....." ভাষাহীন ক্রন্দন কার ছিল?
উত্তর: নিজস্ব সত্তার রহস্য উন্মোচনে মগ্ন 'আফ্রিকা' অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে, সে উদ্‌গত 'ভাষাহীন ক্রন্দনে' ভেসে গিয়েছিল।

15. "....অপরিচিত ছিল তোমার মানবরূপ/উপেক্ষার আবিল দৃষ্টিতে।"-কার মানবরূপ, কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষিত ছিল?
উত্তর: প্রশ্নোদৃত পঙক্তিটিতে আফ্রিকা মহাদেশের মানবরূপ যেন তার অরণ্য- আচ্ছাদিত 'কালো ঘোমটার নীচে' সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে 'উপেক্ষার আবিল দৃষ্টিতে' অপরিচিত ছিল।

16. "পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে..."- কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল?
উত্তর: পৃথিবীর বহু সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের শক্তি ও উপনিবেশ গড়ার লক্ষে স্বাধীন আফ্রিকা মহাদেশের মানুষকে শৃঙ্খলিত করল। বর্বর, অমানুষিক অত্যাচার চালালো। এভাবেই এমন পরিস্থিতি তৈরি হল।
আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉   Join Now
আমাদের Telegram Group-এ যুক্ত হন👉   Join Now

Post a Comment