Madhyamik Previous Year Questions গ্যাসের আচরণ <b> সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :</b> 1➤ গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো । [মাধ্যমিক 2017] Answer: 👇👇 <b> চার্লসের সূত্র:</b> স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0°C উষ্ণতায় ঐ গ্যাসের আয়তনের $\frac{1}{273}$ অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় । 2➤ পরম শূন্য উষ্ণতা কাকে বলে ? [মাধ্যমিক2016] Answer: 👇👇 <b> পরম শূন্য উষ্ণতা </b> যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে । পরমশূন্য উষ্ণতার মান –273°C বা 0K 3➤ চার্লসের সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t) সাহায্যে প্রকাশ করো । [মাধ্যমিক 2017] Answer: 👇👇 চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা t- কে ভুজ ও গ্যাসের আয়তন V - কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটি হবে একটি সরলরেখা । 4➤ STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ? [মাধ্যমিক 2017, 20] Answer: 👇👇 STP তে গ্…