ভারতের উল্লেখযোগ্য কয়েকটি জলপ্রপাত
(বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য)
জলপ্রপাতের নাম | নদীর নাম | রাজ্যের নাম |
---|---|---|
১) কুঞ্চিকল ( উচ্চতম ) | বরাহি | কর্ণাটক |
২) যোগ বা গেরসোপ্পা | সরাবতী | কর্ণাটক |
৩) শিব সমুদ্র | কাবেরী | কর্ণাটক |
৪) দুধ সাগর | মান্ডবি | গোয়া |
৫) ধুয়াধার/মার্বেল | নর্মদা | মধ্যপ্রদেশ |
৬) কপিল ধারা | নর্মদা | মধ্যপ্রদেশ |
৭) গৌতম ধারা/ জনহা | সুবর্ণরেখা | ঝাড়খন্ড |
৮) হুদ্রু , দশম | সুবর্ণরেখা | ঝাড়খন্ড |
৯) চিত্রকূট | ইন্দ্রাবতী | ছত্রিশগড় |
১০) গোকাক | ঘাট প্রভা | কর্ণাটক |
১১) ডুডুমা | মুচকুন্দ | ওড়িশা |
১২) রিম্বি | রিম্বী | সিকিম |
১৩) বিরথি , কেম্পটি | উত্তরাখণ্ড | |
১৪) বহেরি পানি | বুধাবালাঙা | ওড়িশা |
১৫) এলিফ্যান্ট ফলস | মেঘালয় | |
১৬) চাচাই | চাচাই | মধ্যপ্রদেশ |
১৭) নোকালিকাই | মেঘালয় | |
১৮) এনা | এনা | ওড়িশা |
১৯) রাকিম কুন্ড | গাইঘাট | রোটাস মালভূমি |
২০) ক্রেভেটি | মাহানা | মধ্যপ্রদেশ |
২১) পূর্বা | টনস | মধ্যপ্রদেশ |
২২) সাধনী | শঙ্খ | ঝাড়খন্ড |
২৩) সহস্রধারা | নর্মদা | উত্তরাখণ্ড |
২৪) হোগেনাকাল | কাবেরী | তামিলনাড়ু |
২৫) এথিরা পিল্লি | চালাকুত্তি | কেরল |