Posts
সিন্ধু তীরে কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. "রূপে অতি রম্ভা জিনি"-রম্ভার পরিচয় দাও।
উত্তর: রম্ভা হলেন স্বর্গের একজন অপরূপ অপ্সরা। অনন্তযৌবনা এই অপ্সরার সৌন্দর্য ও সংগীত পারদর্শিতা সম্পর্কে বিভিন্ন পুরাণ ও মহাকাব্যে নানা কাহিনি প্রচলিত আছে।
2. "মধ্যেতে যে কন্যাখানি"- কোন কন্যার কথা বলা হয়েছে?
উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান-ভ্রমণে এসে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে আবিষ্কার করলেন। তাঁদের মধ্যে একেবার মধ্যিখানে ছিলেন, স্বর্গের অপ্সরীর ন্যায় সুন্দর সিংহল রাজকন্যা পদ্মাবতী। এখানে তাঁর কথাই বলা হয়েছে।
3. "সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।"-সিন্ধুতীরকে দিব্যস্থান বলার কারণ কী?
উত্তর: 'দিব্য' শব্দের অর্থ মনোহর, উৎকৃষ্ট। সমুদ্রকন্যা পদ্মার আবাসটি স্বর্গভূমির মতো
মনোহর এবং উৎকৃষ্ট সে কারণে সিন্ধুতীরের এই দ্বীপটিকে দিব্যস্থান বলে কবি
'আখ্যায়িত করেছেন।
4. "পিতার পুণ্যের ফলে"-পিতার পুণ্যফল বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'পিতা' অর্থাৎ সমুদ্রের পুণ্যফলের কথা উল্লেখ করেছেন সমুদ্রকন্যা পদ্মা। আলাওল-এর কাব্যগ্রন্থের সমুদ্র এক দেবর্ষি। তার বহু পুণ্যকর্ম আছে, যার ফলে পদ্মাবতীর প্রাণ ফিরে আসবে। কবি সেই কথাই বোঝাতে চেয়েছেন।
5. "সখীসবে আজ্ঞা দিল..."-পদ্মা তাঁর সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?
উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' পাঠ্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের পদ্মাবতীকে বস্ত্রে আচ্ছাদিত করে বাগানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রুষার আজ্ঞা দিয়েছিলেন।
6. 'চিত্রের পোতলি সমা'- একথা বলার কারণ কী?
উত্তর: চলিত বাংলা ভাষায় অত্যন্ত সুন্দর বোঝাতে বলা হয় 'পটের ছবির মতো সুন্দর' রানি পদ্মাবতীর সৌন্দর্য ও রূপলাবণ্যে মোহিত সমুদ্রকন্যা পদ্মা তাকে চিত্রের পুতুলের মতো সুন্দরী বলে কল্পনা করেছেন।
. পদ্মাবতী কাব্যে সিংহল রাজ্যকন্যা পদ্মাবতীর প্রিয় শুকপাখিটির নাম কী ছিল?
উত্তর: পদ্মাবতী কাব্যে সিংহলরাজকন্যা পদ্মাবতীর প্রিয় শুকপাখিটির নাম ছিল হীরামন।
৪. 'সমুদ্রনৃপতি সুতা' বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: 'সিন্ধুতীরে' কবিতায় 'সমুদ্রনৃপতি' অর্থাৎ সমুদ্ররাজার 'সুতা' অর্থাৎ কন্যা বলতে এখানে পদ্মা নামক গুণবতীকে বোঝানো হয়েছে। যদিও জায়সীর মূল গ্রন্থে এঁর নাম লক্ষ্মী।
9. "কন্যারে ফেলিল যথা"- 'কন্যাটি কে?
উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'পদ্মাসমুদ্র' খণ্ড থেকে নেওয়া 'সিন্ধুতীরে পাঠ্যাংশের কন্যাটি হলেন পদ্মাবতী, সিংহলরাজ গন্ধর্বসেনের কন্যা, চিতোররাজ রত্ন সেনের দ্বিতীয়া মহীয়সী।
10. পঞ্চকন্যা কারা, তাদের চিকিৎসা চলে কতক্ষণ?
উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কবিতায় পঞ্চকন্যা হলেন রাজবধূ পদ্মাবতী ও তার চারসখী-চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলা। তাদের চিকিৎসা চলে চার ঘন্টা ধরে।
11. "তথা কন্যা থাকে সর্বক্ষণ"-কার কোথায় থাকার কথা বলা হয়েছে?
উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশে সমুদ্র রাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল-ফলে ভরা বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে।
12. "বেথানিতে হৈছে কেশ বেশ।"-পঙক্তিটির অর্থ কী?
উত্তর: সামুদ্রিক দুর্যোগে পদ্মাবতী চেতনা রহিত হয়েছিলেন। প্রবল দুর্যোগে তাঁর বেশ-বাস বা পোশাক-আসাক 'বেথানিত' বা অসংবৃত, এলোমেলো হয়ে গিয়েছিল।
13. রাজা রত্নসেন কার মুখে পদ্মবতীর রূপের কথা শুনেছিলেন?
উত্তর: চিতোরের রাজা রুদ্রসেন পদ্মাবতীর রূপের কথা শোনেন এক শুকপাখির মুখে।
14. আরাকান রাজ্যটি কোথায় অবস্থিত?
উত্তর: আরাকান রাজ্যটি ব্রহ্মদেশের (রেঙ্গুন) উত্তর-পশ্চিম সীমায় এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত।