Posts

অস্ত্রের বিরুদ্ধে গান সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. অস্ত্র ফ্যাল, অস্ত্র রাখো পায়ে-এই উক্তিটির কারণ কী? উত্তর: উক্তির কারণ: আধুনিক কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান নামাঙ্কিত কবিতায় কবি অস্ত্র ত্যাগ করে গানকে আপন করে নিতে বলেছেন। অস্ত্র মানুষকে পারস্পরিক নিধন যজ্ঞে আহ্বান করে। চারিদিকে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ায়। দেখা যায় বুলেটের লড়াই। কবি এই অসম প্রতিযোগিতা থেকে আমাদের মুক্তির পথ বলে দিয়েছেন। তিনি হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। লোহার বর্ম পরিত্যাগ করে গানের বর্ম পরিধান করার পরামর্শ দিয়েছেন। 2. গানের বর্ম আজ পরেছি গায়ে কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে? উত্তর: প্রসঙ্গ: কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বুলেট সর্বস্ব যুদ্ধবাদ মানুষদের রণং দেহি মনোভাবের বিরুদ্ধে কবির এই বক্তব্য। বলার কারণ: হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে কবি যুদ্ধের এবং শান্তির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি গানের বর্ম গায়ে পড়ে নিয়েছেন। অর্থাৎ সুন্দরকে বরণ করে নিয়েছেন। গান আছে বলে কবি জীবনের আনন্দ পান সেই ইতিবাচক বক্তব্য আলোচ্য অংশটির মধ্যে ধরা পরেছে। 3. "রক্ত মুছি শুধু গানের গায়ে"- একথা বলতে কবি কী বলতে চেয়েছেন? উত্তর: কবির একথা বলার কারণ: অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী গান দিয়ে জীবন রক্ষার আনন্দ বার্তাটুকু পৌঁছে দিতে চান। সেই প্রসঙ্গে আলোচ্য উক্তি। কবি দেখেছেন চারিদিকে হিংসা চক্রান্ত আর মৃত্যুর হোলি। খেলা একে অন্যকে ধ্বংস করে লুঠ করার চক্রান্ত। কবি সেই যুদ্ধ যুদ্ধ খেলার বিরুদ্ধে গানের বর্ম গায়ে পড়ে নিয়েছেন। তিনি গানকে ভালোবেসে গানের গায়ে মানুষের রক্ত মোছেন। 4. "মাথায় কত শকুন বা চিল"-এই অংশের মধ্যে কোন জীবনসত্যকে তুলে ধরতে চেয়েছেন? উত্তর: জীবনসত্য: কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একজন যুদ্ধ পাগল মানুষের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে। কবিতায় শুরুতেই কবি লিখেছেন অস্ত্রত্যাগ করার কথা। কেন না এই অস্ত্র মানুষের মৃত্যুর কারণ। অস্ত্রের খেলার প্রতিক্রিয়ায় কবি দেখেন মাথার ওপরে শকুন চিল উড়ছে। মহাভারতে মহাযুদ্ধে যেমন কুরুক্ষেত্রের প্রমাণ উড়ন্ত শকুনের উপনিবেশে পরিণত হয়েছিল। তেমনি চলমান সময়ে কবি দেখেন অসংখ্য মৃতদেহ চারপাশে উড়ছে শকুন বা চিল। 5. "আমার শুধু একটা কোকিল"-একথার মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? উত্তর: কবির বক্তব্য: কবি তার মাথার ওপরে শুধু চিল শকুনের অর্থাৎ হিংসা, অরাজকতার বিস্তার লক্ষ্য করেছেন এরই মধ্যে একটা কোকিল, যা কবির নিজস্ব তা কবিকে আশাবাদী করে রাখে কারণ সহস্র উপায়ে এই কোকিল গান বাঁধে। এখানে কোকিলটি হতে পারে কবির ভেতরের সত্ত্বা কিংবা পৃথিবীতে সৃষ্টির কারিগর। কিন্তু উল্লেখযোগ্য হল তার গান, প্রতিবাদ, সুন্দরের প্রতিষ্ঠা খোদাই। 6. "তোমায় নিয়ে বেড়াব গান"-এই কথার তাৎপর্য কী? উত্তর : তাৎপর্য: গানের কথা এবং সুরের সঙ্গে রসিক মানুষের অন্তরের বিশ্বভবন সম্ভব হয়। গানের মধ্যে যেমন রয়েছে, প্রখরতা তেমনি গানের মধ্যে রয়েছে মাটির ছোঁড়া। গান হৃদয়ের এক আশ্চর্য বিস্তৃতি ঘটায়। তুচ্ছ জাগতিক বিষয় থেকে মনকে অন্য জায়গায় নিয়ে যায়। গানের মাধ্যমে সম্ভব হয় প্রকৃতির সঙ্গে সংযোগ। মানুষের কাছাকাছি পৌঁছায়। তাই কবি বলেন গানের মাধ্যমে নদীতে এবং দেশগাঁয়ে পৌঁছে যাবে। 7. "হাত নাড়িয়ে বুলেট তাড়াই"- বলতে কী বুঝিয়েছেন? উত্তর: কবি বক্তব্য: কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বুলেট অর্থাৎ অস্ত্র থেকে নির্গত গুলি প্রতিহত করার কথা বলেছেন, এখানে হাত নাড়িয়ে বুলেট তাড়ানো বলতে মনুষ্যত্বের গানের সজীবতার কথা। শত আঘাতকে তুচ্ছ করে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কবি মানবিকতার মন্ত্রকে ধারণ করে এগিয়ে যেতে চান। এই কথার মাধ্যমে কবি প্রতিবাদী মানুষের কথা বলা হয়েছে।

Post a Comment