Posts

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. "তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশ গাঁয়ে"- কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো? (পর্ষদ নমুনা প্রশ্ন) উত্তর: গান ও সুর সর্বজনীন ভাষা। বলা হয় হিংস্র প্রাণীদেরও সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তাই মানুষও যখন তার হিংসা প্রকৃতিকে ত্যাগ করে সুরকে আশ্রয় করে দাঁড়াতে চাইবে তখন সুরই তাকে আঞ্চলিক ক্ষুদ্রতায় বেঁধে রাখবে না, তাকে সব জায়গায় ব্যাপ্ত করে দেবে। আর এটা বোঝাতেই কবি 'দেশ-গাঁ' কথাটি ব্যবহার করেছেন। 2. "মাথায় কত শকুন বা চিল"-শকুন ও চিলেরা কীসের প্রতীক? উত্তর: শকুন ও চিলেরা হিংস্রতার বা নৃশংসতার প্রতীক। 3. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় শকুন-চিল কোকিল ময়ূর আনার তাৎপর্য কী? উত্তর: 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় শকুন ও চিল এই পক্ষীরূপের বিপরীতে এসেছে কোকিল ও ময়ূর প্রসঙ্গ। শকুন ও চিল হিংস্রতার প্রতীক, তারা মাংস ছিঁড়ে খায়। আর কোকিল হল সুকণ্ঠী এবং ময়ূর হল সৌন্দর্যের প্রতীক। 4. 'আমার শুধু একটা কোকিল'- কোকিলটি কী করে? উত্তর: জয় গোস্বামী রচিত 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায়, কবি প্রশ্নোবৃত অংশে বলতে চেয়েছেন যে, চারপাশের হিংস্রতার মধ্যে কোকিলটি সহস্র উপায়ে গান বাঁধে। 5. "আঁকড়ে ধরে সে-খড়কুটো' সে খড়কুটো বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: পতনশীল মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে রকমই কবিও খুব কম গান জানেন বলে তা কবির কাছে সামান্য বস্তু, যা দিয়ে তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। 6. 'অস্ত্র', 'বুলেট', 'বর্ম' শব্দ তিনটির তাৎপর্য কী? উত্তর: 'অস্ত্র' হিংসা, দখলদারি ও আগ্রাসনের হাতিয়ার। অস্ত্র নিক্ষিপ্ত ধাতব মৃত্যুদূত হল 'বুলেট', 'গুলি' বা 'কার্তুজ', 'বর্ম' হল অস্ত্রবিলাসীদের আত্মরক্ষার উপকরণ। এসবই মানুষকে হননপ্রবণ করে তোলে। 7. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় ব্যবহৃত ঋষি বালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে বলে তোমার ধারণা? উত্তর: 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় ঋষি বালকের মধ্যে রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন কবি। এই ঋষি বালকের মতো তারও মাথায় ময়ূর পালক গোঁজা থাকত বলে কল্পনা করা হয়েছে। ৪. কবি গানকে কীভাবে ব্যবহার করেন? উত্তর: কবি গানকে বর্মের মতো ব্যবহার করে শরীরে পরে থাকেন। 9. "বর্ম খুলে দ্যাখো আদুড় গায়'- বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতাটি থেকে গৃহীত প্রশ্নোদ্ভূত পঙক্তিটি, আলোচ্য পঙক্তিটিতে কবি 'বর্ম' বলতে ক্ষমতা, বিদ্বেষ, অহংকার, লোভ, মোহ প্রভৃতির 'বর্ম' খুলে দেখার কথা বোঝাতে চেয়েছেন। 10. গানের গায়ে কবি কী মোছেন? উত্তর: কবি অস্ত্রের বিরুদ্ধে গানকে স্থাপন করতে চান বলে অস্ত্রদত্ত রক্তকে শুধুমাত্র গানের গায়ে মুছতে চান। অর্থাৎ গান দিয়ে হিংসার রক্ত মুছে দিতে চান। 11. 'বর্ম খুলে .... ' বর্ম খুলে ফেলার অর্থ কী? উত্তর: 'বর্ম' হল যুদ্ধসজ্জার একটি উপকরণ। নিরাবরণ মানুষ আর বর্মধারী মানুষ এক নয় কবি দৃষ্টিতে। তাই কবি বলে ওঠেন-বর্ম খুলে নিরাবরণ হয়ে দাঁড়ালেই শুধুমাত্র অকারণ আস্ফালন ত্যাগ করে 'আত্ম'-কে অনুভব করা সম্ভব।

Post a Comment