Posts

নদীর বিদ্রোহ গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. পাঁচদিন পর নদীকে দেখে নদের চাঁদ কেন স্তম্ভিত হয়েছিল? উত্তর: পাঁচদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টির জল পেয়ে নদী যেন ভয়ংকর হয়ে উঠেছিল, বাঁধ ভেঙে যেন বেরিয়ে আসতে চাইছিল নদীর জলধারা। নদীর এরকম দৃশ্য দেখেই নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। 2. 'যেন আনন্দই উপভোগ করে।'- কে কীসে আনন্দ উপভোগ করে? উত্তর: তিরিশ বছর বয়সে একটি স্টেশনে স্টেশন মাস্টাররের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নদের চাঁদের নদীর জন্য যে পাগলামি তাকে মানায় না তা জেনেও নিজের এই পাগলামিতে সে আনন্দই উপভোগ করে। 3. পাঁচদিন পর নদীকে দেখে নদেরচাঁদ কেন স্তম্ভিত হয়েছিল? উত্তর: টানা পাঁচদিন ধরে প্রবল বৃষ্টির জল পেয়ে নদী যেন ভয়ংকর হয়ে উঠেছিল। বাঁধ ভেঙে যেন বেরিয়ে আসতে চাইছিল। নদীর এই ভয়ংকর রূপ দেখেই নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। 4. নদেরচাঁদের দেশের নদীটি কীরকম ছিল? উত্তর: নদেরচাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব। 5. জলপ্রবাহকে দেখে সেদিন নদেরচাঁদের জীবন্ত মনে হয়েছিল কেন? উত্তর: নদীর উন্মত্ততার জন্যই নদীর জলপ্রবাহকে দেখে নদেরচাঁদের জীবন্ত মনে হয়েছিল। 6. কীভাবে নদেরচাঁদের মৃত্যু হয়েছিল? উত্তর: অন্ধকারে অন্যমনস্কভাবে রেললাইন ধরে স্টেশনের দিকে যাওয়ার সময় ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদেরচাঁদের মৃত্যু হয়েছিল। 7. নদেরচাঁদ কেন ভয় পেয়েছিল? উত্তর: প্রবল বর্ষায় নদীর অবস্থা ভয়ংকর ছিল, নদী যেন রোষে, ক্ষোভে, উন্মত্ত ছিল। নদেরচাঁদ নদী থেকে এক হাত উঁচুতেই বসেছিল। তাই বর্ষার জলে ফুলেফেঁপে ওঠা নদী যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে বলেই নদেরচাঁদ ভয় পেয়েছিল। ৪. কোথায় বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে? উত্তর: নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্ট দিয়ে গাঁথা ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে প্রতিদিন নদীকে দেখত। 9. স্টেশনমাস্টারি করতে এসে পরিচিত হওয়া নদী আর নদের চাঁদের দেশের নদীর মধ্যে তফাৎ কী ছিল? উত্তর: স্টেশন মাস্টারি করতে এসে পরিচিত হওয়া নদীটি ছিল প্রশস্ত, গভীর ও জলে পরিপূর্ণ আর নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব।

Post a Comment